Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

New Bengali Song Lyrics 2021| bangla gan. bangla gaan bangla gaan

New Bengali Song Lyrics 2021| bangla gan. bangla gaan bangla gaan

Bengali Song

মনে করি আসাম যাবো

আসাম গেলে তোমায় পাবো

বাবু বলে কাম কাম সাহেব বলে ধরে আন

আর ওই সর্দার বলে লিবো পিঠের চাম

হে জদুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম।

আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল

ফুল কে দেখিয়া ছুড়ি ধ্যাচাকে চামড়াইল,

গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান

সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম,

গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান

সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম।

মনে করি আসাম যাবো

আসাম গেলে তোমায় পাবো,

মনে করি আসাম যাব

জোড়া পাঙ্খা টঙাইবো,

বাবু বলে কাম কাম সাহেব বলে ধরি আন

সর্দার বলে লিবো পিঠের চাম,

হে জদুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম।

আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল,

ফুল কে দেখিয়া ছুড়ি ধ্যাচাকে চামড়াইল।

আর চিঠি তে কি ভুলে মন বিনা দরিশনে

বিথিরে কি ফুটে ফুল বিনা বরিখনে,

চিঠি তে কি ভুলে মন বিনা দরিশনে

বিথিরে কি ফুটে ফুল বিনা বরিখনে,

মনে করি আসাম যাবো

আসামে তে নোকরি লিবো,

মনে করি আসাম যাবো

আসামে তে নোকরি লিবো,

বাবু বলে কাম কাম সাহেব বলে ধরি আন

সরদার বলে লিবো পিঠের চাম,

হে জদুরাম, ফাঁকি দিয়া চলাইলি আসাম।

আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল

ফুল কে দেখিয়া ছুড়ি ধ্যাচাকে চামড়াইল।

বানাই দিলি কামিন কুলি

টাংগাইলে দিলি পিঠে ঝুলি

ঝুলি টাংগাইল ভিখারি বানাইলি,

নিঠুরোসাম জনমে জনমে কাদাইলি

বানাই দিলি কামিন কুলি

টাংগাইলে দিলি পিঠে ঝুলি

ঝুলি টাংগাইল ভিখারি বানাইলি

নিঠুরোসাম জনমে জনমে কাঁদাইলি।

আম পাতার সিরে সিরে কাজলেরই রেখা

কোন পথে গেলে বন্ধু পাবো তোমার দেখা,

মনে করি আসাম যাবো

আসামে তে নোকরি লিবো,

মনে করি আসাম যাবো

জোড়া পাঙ্খা টঙাইবো,

বাবু বলে কাম কাম সাহেব বলে ধরি আন

সরদার বলে লিবো পিঠের চাম

এ জদুরাম ফাকি দিয়া চলাইলি আসাম।

আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল

ফুল কে দেখিয়া ছুড়ি ধ্যাচাকে চামড়াইল,

গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান

সাদা সাহেব ফাঁকি দিয়া চলাইলি আসাম,

মনে করি আসাম যাবো

জোড়া পাঙ্খা টঙাইবো,

বাবু বলে কাম কাম সাহেব বলে ধরি আন

সর্দার বলে লিবো পিঠের চাম

হে জদুরাম ফাকি দিয়া চলাইলি আসাম 

(kishore kumar bangla gaan)

Chol Rastay Saji Tram Line Lyrics In Bengali :

চল রাস্তায় সাজি ট্রাম লাইন,

আর কবিতায় শুয়ে কাপ্লেট

আহা উত্তাপ কত সুন্দর,

তুই থার্মোমিটারে মাপলে

হিয়া টুপটাপ জিয়া নস্টাল,

মিঠে কুয়াশায় ভেজা আস্তিন

আমি ভুলে যাই কাকে চাইতাম,

আর তুই কাকে ভালোবাসতিস

চল রাস্তায় সাজি ট্রাম লাইন।

প্রিয় বন্ধুর পাড়া নিঝুম,

চেনা চাঁদ চলে যায় রিকশায়

মুখে যা খুশি বলুক রাত্তির,

শুধূ চোখ থেকে চোখে দিক সায়

পায়ে ঘুম যায় একা ফুটপাথ,

ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক

পায়ে ঘুম যায় একা ফুটপাথ,

ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক

আমি ভুলে যাই কাকে চাইতাম,

আর তুই কাকে ভালোবাসতিস।

চল রাস্তায় সাজি ট্রাম লাইন।

পোষা বালিশের নিচে পথঘাট,

যারা সস্তায় ঘুম কিনতো

তারা কবে ছেড়ে গেছে বন্দর,

আমি পাল্টে নিয়েছি রিংটোন

তবু বারবার তোকে ডাক দিই,

একি উপহার নাকি শাস্তি

তবু বারবার তোকে ডাক দিই,

একি উপহার নাকি শাস্তি

আমি ভুলে যাই কাকে চাইতাম,

আর তুই কাকে ভালোবাসতিস

চল রাস্তায় সাজি ট্রাম লাইন,

আর কবিতায় শুয়ে কাপ্লেট

আহা উত্তাপ কত সুন্দর,

তুই থারমোমিটারে মাপলে

হিয়া টুপটাপ জিয়া নস্টাল,

মিঠে কুয়াশায় ভেজা আস্তিন

আমি ভুলে যাই কাকে চাইতাম,

আর তুই কাকে ভালোবাসতিস

চল রাস্তায় সাজি ট্রাম লাইন।

চল রাস্তায় সাজি ট্রাম লাইন লিরিক্স - শ্রেয়া ঘোষাল :


বেদনা মধুর হয়ে যায়

(mon mane na)

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও.

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও.

মুখের কথাই হয় যে গান, তুমি যদি গাও

মুখের কথাই হয় যে গান, তুমি যদি গাও

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও.

কুয়াশায় রাত হয় ভোর কেটে যায় আঁধারের ঘোর

কুয়াশায় রাত হয় ভোর কেটে যায় আঁধারের ঘোর

চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও

চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও.

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও

যেদিন জেনেছে এই মন তুমি যে আমার

সেই থেকে যা পেয়েছে সে সবই যে তোমার

যেদিন জেনেছে এই মন তুমি যে আমার

সেই থেকে যা পেয়েছে সে সবই যে তোমার

যত ভুল ভেঙে গিয়ে তাই

দেখি ফুল যেদিকেই চাই

যত ভুল ভেঙে গিয়ে তাই

দেখি ফুল যেদিকেই চাই

দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও

দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও

মুখের কথাই হয় যে গান, তুমি যদি গাও

মুখের কথাই হয় যে গান, তুমি যদি গাও

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও

বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও.

(bangla gaan bangla gaan)

bengali song

হঠাৎ করেই চোখ পড়েছে

আমার পরে আমার,

মাঝখানে তো পাইনি সময়

একটুখানি থামার।

পেছনটাতে চোখ বোলাতে

ঘামছি মনে মনে,

আড়চোখেতে সেই আমিকে

দেখছি সংগোপনে।।

আমার চোখের সামনে দিয়েই

বদলে গেছি আমি,

নিয়ম হল যা হারানোর

হারিয়ে গেলেই দামি।।

ঈর্ষাভরে তাকাই আমি

সেই আমিটার দিকে,

এই আমিটা কেমন যেন

পানসে, কেমন ফিকে!!

আমারই তো সেই দুটো চোখ

উচ্ছ্বলতায় ভরা,

অরায় জ্বরায় সবুজ শূন্য

এ চোখ স্বপ্নহারা!!

সময় যেন স্বপ্নমোছার

পা মাড়ানো পাপোশ,

সেই আমিটার সঙ্গে আমার

আর কি হবে আপোস??

আমার যত সবুজ ছিলো

আর কি ফিরে পাবো?

সময় তোমার স্রোতে ভেসে

উল্টোদিকেই যাবো।

হঠাৎ করেই চোখ পড়েছে

আমার পরে আমার,

মাঝখানে তো পাইনি সময়

একটুখানি থামার।।

আমার চোখের সামনে দিয়ে

এমন পুকুর চুরি,

টের পেয়েছি এতক্ষণে

চোরের বাহাদুরি!!

করবো কাকে দায়ী আমি

সময় নাকি ভাগ্য??

জবাব দেবে নে তারা

যারা জীবন বিশেষজ্ঞ।।

আগামীতে অন্য কোন

আমির দেখা পেলে,

সেই আমিটার আমায় দেখে

চমকাবে কি পিলে?

সেই আমিটা বলছে আমায়

মুঠো করিস হাতে,

এখনো যা সবুজ আছে

জড়ো করিস তাতে!

আমার যত সবুজ ছিলো

আর কি ফিরে পাবো?

সময় তোমার স্রোতে ভেসে

উল্টোদিকেই যাবো।

হঠাৎ করেই চোখ পড়েছে

আমার পরে আমার

মাঝখানে তো পাইনি সময়

একটুখানি থামার।।

পেছনটাতে চোখ বোলাতে

ঘামছি মনে মনে,

আড়চোখেতে সেই আমিকে

দেখছি সংগোপনে।।

(bangla sad song)

bengali song Lyrics

আমি তোমাকেই বলে দেব

কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে

আমি তোমাকেই বলে দেব

সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছাঁয়া ..

আমি কাউকে বলিনি সে নাম

কেউ জানেনা, না জানে আড়াল

জানে কান্নার রং, জানে জোছনার ছাঁয়া ..

তবে এই হোক তীরে জাগুক প্লাবন

দিন হোক লাবন্য হৃদয়ে শ্রাবণ

তুমি কান্নার রং, তুমি জোছনার ছাঁয়া ..

আমি তোমাকেই বলে দেব

কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে

আমি তোমাকেই বলে দেব

সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছাঁয়া

beder meye josna

চলো বদলে যাই (আইয়ুব বাচ্চু)

সেই তুমি কেন এত অচেনা হলে

সেই আমি কেন তোমাকে দু্‌ঃখ দিলেম

কেমন করে এত অচেনা হলে তুমি

কিভাবে এত বদলে গেছি এই আমি।

বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে

চলো বদলে যাই..

তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়।

কত রাত আমি কেদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে

শূণ্যতায় ডুবে গেছি আমি

আমাকে তুমি ফিরিয়ে নাও..

তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়।

যতবার ভেবেছি ভুলে যাবো,তারও বেশি মনে পড়ে যায়

ফেলে আসা সেই সব দিন গুলো

ভুলে যেতে আমি পারি না..

তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়।

bangla baul gaan

চলো না ঘুরে আসি অজানাতে

চলো না ঘুরে আসি অজানাতে

যেখানে নদী এসে থেমে গেছে

আবার এলো যে সন্ধ্যা

শুধু দু’জনে

ঝাউবনে হাওয়াগুলো খেলছে

সাঁওতালি মেয়েগুলো চলছে

লাল লাল শাড়ীগুলো উড়ছে

তার সাথে মন মোর দুলছে

ঐ দুর আকাশের প্রান্তে

সাত রঙা মেঘ গুলো উড়ছে ।।

আবার এলো যে সন্ধ্যা

শুধু দু’জনে

এই বুঝি বয়ে গেল সন্ধ্যা

ভেবে যায় কি জানি কি মনটা

পাখিগুলো নীড়ে ফিরে চলছে

গানে গানে কি যে কথা বলছে

ভাবি শুধু এখানেই থাকবো

ফিরে যেতে মন নাহি চাইছে ।।

আবার এলো যে সন্ধ্যা

শুধু দু’জনে

bangla dj gan

আমি চিরতরে দূরে চলে যাব,

তবু আমারে দেবনা ভুলিতে।

আমি বাতাস হইয়া জড়াইব কেশে,

বেণী যাবে যবে খুলিতে।।

তবু আমারে দেবনা ভুলিতে।

তোমার সুরের নেশায় যখন

ঝিমাবে আকাশ কাঁদিবে পবন,

রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে।

তবু আমারে দেবনা ভুলিতে।

আসিবে তোমার পরমোৎসবে কত প্রিয়জন কে জানে,

মনে প’ড়ে যাবে–কোন্ সে ভিখারী পায়নি ভিক্ষা এখানে।

তোমার কুঞ্জ-পথে যেতে, হায়!

চমকি’ থামিয়া যাবে বেদনায়

দেখিবে, কে যেন ম’রে পরে আছে

তোমার পথের ধূলিতে।

তবু আমারে দেবনা ভুলিতে।

আমি চিরতরে দূরে চলে যাব,

তবু আমারে দেবনা ভুলিতে।

album gaan

কোন কারনে কোন কারনে
ফেরানো গেলোনা তাকে
ফেরানো গেলোনা কিছুতেই
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই
কি কারন যায় নি সে বলে
কি ভুল আমি করেছি ভুলে
অজস্রবার
আমি ক্ষমা চেয়েছি নিজে জ্বলে 
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই
নিঃসীম আঁধারে পথ চলা
নিজের সাথেই কথা বলা
বিষন্নতা বন্ধু যখন চেতনাতে
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই

bangla gan

শিরোনামঃ যখন পড়বে না মোর
রবীন্দ্রসঙ্গীত

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে--
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়--
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি--
চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায় করবে খেলা এই আমি-- আহা,
নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-
ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।

চুকিয়ে দেব বেচা কেনা,

  1. bengali song
  2. beder meye josna
  3. bangla baul gaan
  4. bangla dj gan
  5. album gaan
  6. bangla gan
  7. kishore kumar bangla gaan
  8. mon mane na
  9. bangla gaan bangla gaan
  10. bangla sad song

Post a Comment

0 Comments