বাংলার সবচেয়ে রোম্যান্টিক প্রেমের গল্প, বাংলা প্রেমের গল্প 2020 | Romantic Love Story
বাবুনি এই পাগলী বাবুনি,,
-আমি কারো বাবুনি না,,এই টুনটুনি পাখি,ওই তোকে বলছি না আমাকে এই সব বলে ডাকবি না। আমি তোর কেউ
না, কে বলেছে তুমি আমার কেউ না..তুমি তো আমার সোনা বউ।আচ্ছা বাবুনি আমার দোষ টা কি
বল? তোর তো কোনো দোষ নেই সব দোষ তো আমার, আমি তো তোর কাছে পুরাতন হয়ে গেছি আমাকে
ভাল লাগে না। অন্য মেয়েদের নিয়ে রিকশায়য় ঘুরিস..(...কান্না
করতে করতে) বাবুনি ওইটা তো আমার অফিসের কলিগ ফারজানা। ও তার মানে আজ কাল মেয়ে
কলিগ দের নিয়ে রিকশায় ঘুরে বেড়ানো হচ্ছে? থাক আমাকে আর মিথ্যা বুঝ দিতে হবে না। প্লিজ একটু বুঝার চেষ্টা করো, ওর আম্মু...চুপ একটা কথাও বলবি না। নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারিনা?
Beart touching love story in bengali
আমি মানছি আমরা দুজন একি রিকশায়...(থামিয়ে দিয়ে....)আমাকে একটু একা থাকতে দে..তুই
কি চাস এই রাতে এখনি আমি তোর বাসা থেকে চলে যাই? সকাল হলেই আমি চলে যাব... তারপর তুই তোর ওই বউ কে এনে বাসায় রাখিস।
.
.
.জানি পাগলী টাকে বুঝিয়ে লাভ হবে না।
যেটা মুখ দিয়ে বের করবে সেটাই করবে..জর করলে হিতে বিপরীত হবে। তাই একটা বালিশ নিয়ে অন্য রুমে চলে গেলাম। আসলে হয়েছে কি..আজ অফিস থেকে বাসায় ফিরার সময় আমার কলিগ ফারজানার কাছ থেকে শুনলাম ওর আম্মু খুব অসুস্থ তিনি হসপিটালে আছেন। এটা বলে মেয়ে টা কান্নায় ভেংগে পরে। তাই ফারজানার সাথে রিকশায় করে ওর আম্মু কে দেখতে হসপিটালে গেছিলাম।
রিকশায় থাকা কালিন প্রিয়া একবার কল দিয়ে জিগাস করেছিল যে আমি কোথায়..আমি মিথ্যা বলেছিলাম যে আমি অফিসের কাজে ব্যাস্ত আছি। কিন্তু পাগলী টা কোথায় থেকে যেন আমাদের দুজন কে একি রিকশায় দেখে। আমাকে ভুল বুঝে আছে এতোখন নিজে দের কথা বলতে বলতে পরিচয় দেওয়ার কথা ভুলে গেছি... আমি আরিফ আর ওনি
হলেন আমার আমার ৩বছর প্রেম করে ফ্যামিলি সম্মতিতে বিয়ে করা বউ প্রিয়া। রাত ১:৩০মি. কিছুতেই ঘুম আসছে
না..বেলকুনিতে একা একা বসে আছি।
আচ্ছা পাগলী টা কি ঘুমিয়ে গেছে...যে মেয়ে টাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারিনা তাকে ছাড়া কিভাবে থাকবো... বুকের কষ্ট গুলো অনেক কষ্টে পাথার চাপা দিয়ে আছি। আমিও কিছুটা অভিমান নিয়ে আকাশের দিগে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে আর ফুঁপানির শব্দ পেলাম। আমি আবার আমার পাগলী টার কান্না একদম সহ্য করতে পারিনা। উঠে দাঁড়াতেই পাগলী টা দৌড় দিয়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল।
আমি জানি তুমি আবার ভুলে যাবে আমাকে কষ্ট দিবে। না বাবুনি আর এমন হবে না প্রমিস। সত্যি তো? হে রে পাগলী সত্যি সত্যি। ভালবাসো আমায়? নিজের জীবনের চাইতেও বেশী।(...ঠাসসসসসস...) তাহলে এখনো
জরিয়ে ধরছিস না কেনো কুত্তা এর পর আমার পাগলী টাকে জরিয়ে নিলাম ভালবাসার আবেশে... আর মনে মনে ভাবছি। কবে এই পাগলী পিচ্চি বউ টা আমার বড় হবে.
হলেন আমার আমার ৩বছর প্রেম করে ফ্যামিলি সম্মতিতে বিয়ে করা বউ প্রিয়া। রাত ১:৩০মি. কিছুতেই ঘুম আসছে
না..বেলকুনিতে একা একা বসে আছি।
আচ্ছা পাগলী টা কি ঘুমিয়ে গেছে...যে মেয়ে টাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারিনা তাকে ছাড়া কিভাবে থাকবো... বুকের কষ্ট গুলো অনেক কষ্টে পাথার চাপা দিয়ে আছি। আমিও কিছুটা অভিমান নিয়ে আকাশের দিগে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে আর ফুঁপানির শব্দ পেলাম। আমি আবার আমার পাগলী টার কান্না একদম সহ্য করতে পারিনা। উঠে দাঁড়াতেই পাগলী টা দৌড় দিয়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল।
first love story Bangla
তুই আমাকে একটু ভালবাসিস না, আমাকে তোর কষ্ট দিতে খুব ভাল
লাগে তাই না? কে বলেছে আমি আমার বাবুনি টাকে ভালবাসি না? এই যে কান ধরলাম আর কখনো কষ্ট দিব না।আমি জানি তুমি আবার ভুলে যাবে আমাকে কষ্ট দিবে। না বাবুনি আর এমন হবে না প্রমিস। সত্যি তো? হে রে পাগলী সত্যি সত্যি। ভালবাসো আমায়? নিজের জীবনের চাইতেও বেশী।(...ঠাসসসসসস...) তাহলে এখনো
জরিয়ে ধরছিস না কেনো কুত্তা এর পর আমার পাগলী টাকে জরিয়ে নিলাম ভালবাসার আবেশে... আর মনে মনে ভাবছি। কবে এই পাগলী পিচ্চি বউ টা আমার বড় হবে.
0 Comments