Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মা তুমি আমার আগে যেও না গো মরে-(Bangla lyrics song)

মা তুমি আমার আগে যেও না গো মরে


গানঃ মা তুমি আমার আগে যেওনা
ছবিঃ খোদার পরে মা
শিল্পীঃ পলাশ

মা তুমি আমার আগে যেও না গো মরে

মা তুমি আমার আগে যেও না গো মরে
মা তুমি আমার আগে যেও না গো মরে
আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে
আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে
মা তুমি আমার আগে যেও না গো মরে
মা তুমি আমার আগে যেও না গো মরে

নরম বিছানায় তুমি থাকো মাগো
বসলে বসো শীতল পাটিতে
আমি কেমন করে সেই তোমাকে... মা...
সোয়াবো গো শক্ত মাটিতে...
সোয়াবো গো শক্ত মাটিতে
দশ মাস দশ দিন ধরে
যে আমাকে রেখেছ মা তোমার জঠোরে...
তুমি আমার আগে যেও না গো মরে
মা তুমি আমার আগে যেও না গো মরে

অনেক আদরের ছেলে তোমার আমি
একলা ফেলে দুরে থেকো না
আমি কেমন করে দিন কাটাবো... মা...
তোমায় ছেরে ভেবে দেখ না
একবার তুমি ভেবে দেখ না
এই পৃথিবীর আলো আমায় যে দেখালো
তাকে মাটি দেবো কি করে.....
তুমি আমার আগে যেও না গো মরে
মা তুমি আমার আগে যেও না গো মরে
মা তুমি আমার আগে যেও না গো মরে
আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে
আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে
মা তুমি আমার আগে যেও না গো মরে
মা তুমি আমার আগে যেও না গো মরে

  •  মা তুমি আমার আগে যেও না গো মরে,
  • bangla song maa,
  • singer polash songs,
  • bangla album song,
  • bangla movie song,
  • bangla new music,
  • best song,
  • 2020 new music,
  • make niye gan,
  • best mom song lyrics,

Post a Comment

0 Comments