(2) present continuous
বর্তমান চলমান বা চলমান বর্তমান
sub+am,is,are+v+ing+ex
তারা ফুটবল খেলছে
They are playing Football
আমি ফেছবুক ব্যবহার করছি
I am using Facebook
(3) present perfect:বর্তমান সমাপ্ত
s+have/has+v3+ex
সে ঢাকায় গিয়েছে
He has gone to Dhaka
আমরা তাকে দেখেছি
We have seen him
(4)present perfect continuous
বড় চলমান অর্থাৎ সময়ের সাথে যুক্ত
s+have been/has been+v+ing+ext+For বা since+Time....বাংলা বাক্যে ধরে যাবত থাকলে for হবে। আর থেকে বা হতে হলে since হবে
example
আমি দুই ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি
I have been waiting for you for two hours
সকাল থেকে বৃষ্টি হচ্ছে
It has been raining since morning.
(5)present ability :বর্তমান সামর্থ
s+can+v1+ex
তুমি আমার কাছে আসতে পারো
You can came to me
শিশুটি হাটতে পারে
The child can walk
সে আমাকে প্রস্তাব দিতে পারে
He can propose me
English learning And Spoken With Bangla Part(2) |
0 Comments